সেতু নির্মাণ না করেই অর্থ উত্তোলন: দুদকের অভিযান
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২২:১৮
সেতু নির্মাণ না করেই অর্থ উত্তোলন: দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলজিইডি অফিসের কর্মকর্তাদের সাথে যোগসাজশে সেতু নির্মাণ না করেই অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ এর অভিযোগের প্রেক্ষিতে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।


দুদকের উপপরিচালক ( জনসংযোগ) আরিফ সাদিক বিবার্তাকে এ অভিযান পরিচালনার বিষয়ে অবিহিত করেন।


অভিযান চলাকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট উত্তর ঝাড়াখালী গ্রামের লোহার সেতুটি সরেজমিন পরিদর্শন করে।


প্রকল্পটি ২০১৯-২০ অর্থবছরে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কোন কাজ আরম্ভ না করেই সমুদয় অর্থ উক্ত অর্থবছরে উত্তোলন করে নেয়।


সম্প্রতি পত্রিকায় এ বিষয়টির ওপর সংবাদ প্রকাশ পেলে কাজটি আরম্ভ করা হয়।


পরিদর্শনকালে দেখা যায় অল্প কিছুদিন পূর্বে আয়রন ব্রীজটির মূল কাঠামো নির্মান করা হয়েছে কিন্তু স্লিপার বসানোর কাজটি এখনো শুরু হয়নি।


এ বিষয়ে তালতলী উপজেলা, বরগুনার এলজিইডির সার্ভেয়ার, উপজেলা প্রকোশলী ও ঠিকাদাদের বক্তব্য গ্রহণ করা হয় এবং প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।


বিবার্তা/সানজিদা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com