উত্তরায় আবাসিক ফ্ল্যাটে আবার আগুন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:৪৪
উত্তরায় আবাসিক ফ্ল্যাটে আবার আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৫৮ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও ওই ফ্ল্যাটের বাসিন্দাদের মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।


জানা যায়, ষষ্ঠ তলা ভবনের নিচ তলার পশ্চিম পাশের একটি ডাইনিং রুম থেকে আগুনের সূত্রপাত। এতে মুহূর্তেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা আতঙ্কে রাস্তায় বেরিয়ে যান। এ সময় আগুন নেভাতে আশপাশের বিল্ডিং থেকে পাইপ দিয়ে পানি ছিটানো হয়।


বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন লাগার খবরে ৬ষ্ঠ তলা ভবনটির সামনে উৎসুক জনতার ভিড়। রাস্তার ওপর বের করে আনা হয়েছে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত মালামালও।


নাম প্রকাশে অনিচ্ছুক পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা জানায়, ফ্রিজ বিস্ফোরণ হয়ে আগুন লাগে। আগুনে পুরো ফ্রিজ পুড়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মালামালও পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পরার আগেই আশপাশের মানুষজন পানি ছিটাতে থাকে। পরে ফায়ার সার্ভিস আসে।


এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমাদের দুই ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি আরও বলেন, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসার কিছু আসবাবপত্র পুড়ে গেছে।


আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শটসার্কিট বলে ধারণা সংশ্লিষ্টদের।


উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) একই সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৪ নম্বর ৭ম তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন প্রাণ হারায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com