
কুষ্টিয়ার দৌলতপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দোকান থেকে নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট করে নিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শিল্পনগরী আল্লারদর্গা বাজারে রিওন জুয়েলার্স নামে ওই স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
স্বর্ণ ব্যবসায়ী ও দোকানের মালিক আক্কাস বিশ্বাস জানান, চুরির ঘটনায় দোকানে থাকা নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রত্যুষে মুখ ও চোখ ঢেকে ৪ জন চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর তারা দ্রুত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে স্বর্ণ ব্যবসায়ী আক্কাস বিশ্বাস দোকান খুলে ভেতরের অবস্থা দেখে তৎক্ষণাৎ দৌলতপুর থানা পুলিশকে জানায়।
চুরির ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দোকানের ৩ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য দৌলতপুর থানায় নেয়।
চুরির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমি ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দোকানের ৩ কর্মচারীকে থানায় আনা হয়েছে।
দোকান মালিক এখনো লিখিত অভিযোগ দেননি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]