
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ২টার সময় কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের পূর্ব খরুলিয়া নয়াপাড়া এলাকায় মৃত রহিম উদ্দিন বাহাদুরের বসতঘরে অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হালিমা আক্তার বাবুনী (২৭), মো. ফয়সাল (২৫), শামসুন্নাহার (৪০) ও আর্জিনা আক্তার (৩৫)।
এসময় তাদের দখল ও হেফাজত থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ১৪,০৩,১২০ টাকা, ১৬ ভরি ২ আনা ২ রতি (১৮৮.৩০ গ্রাম) ওজনের স্বর্ণালংকার এবং বিভিন্ন কোম্পানির ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া একই দিন রাত ২টার সময় কক্সবাজার সদর হাসপাতালের ৫ম তলার পুরুষ মেডিসিন ওয়ার্ড থেকে আব্দুল মান্নান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে তাকেও আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, একই দিনে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে কক্সবাজার সদর মডেল থানার এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/ফরহাদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]