
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এতে প্রতিষ্ঠানগুলোকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মেসার্স শিরিন ব্রিকস, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, নেপাল চন্দ্র গোস্বামী (৫৭), পিতা-গোবিন্দ চন্দ্র গোস্বামী, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। মেসার্স লিজা ব্রিকস, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া নেপাল চন্দ্র গোস্বামী (৫৭), পিতা-গোবিন্দ চন্দ্র গোস্বামী, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। মেসার্স সিয়াম ব্রিকস, গলানিয়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, মো. আব্দুল হক (৭৫), পিতা-মৃত সৈয়দ আলী,স্বল্প নোয়াগাঁও, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন এর ২০১৩ এর ১৫(১) এর ক ও খ এর ধারায় ৩টি ইট ভাটাকে ৭ লাখ টাকা করে ২১ লাখ টাকা জরিমানার করা হয়। কৃষি জমি ক্ষতিসাধন, খাল-বিল, হাওর ও পতিত জায়গা থেকে মাটি কাটা ইত্যাদি পরিবেশের ক্ষতি সাধন বিষয়ে।
অভিযান পরিচালনা করেন, মো. রেজওয়ান-উল-ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। এএসপি মো. আলমগীর হুসাইন, স্কোয়াড কমান্ডার, র্যাব-৯, সিপিসি-, ব্রাহ্মণবাড়িয়া। মো. রাখিবুল হাসান, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]