মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫২
মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রশিক্ষণে মহেশপুর উপজেলার ১২০ জন প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচনসংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।


শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট।


প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট নির্মল কান্তি তালুকদার, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।


জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রশিক্ষণ কর্মশালায় বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মডেল।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com