
ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে একটি মিনি বাস উল্টে বাসের হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকার সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাস হেলপার অনিক মিয়া (৩২) এবং ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজান সিরাজী (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস ঘটনাস্থলে পৌঁছানোর পর হঠাৎ চালক ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বাসের হেলপারসহ অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাস হেলপার অনিক মিয়া ও যাত্রী শাহজান সিরাজীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মিনি বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিবার্তা/সাজ্জাদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]