সারাদেশ
গণতন্ত্র রক্ষার তৃতীয় স্তম্ভ হচ্ছে স্বাধীন সাংবাদিকতা: স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:২৭
গণতন্ত্র রক্ষার তৃতীয় স্তম্ভ হচ্ছে স্বাধীন সাংবাদিকতা: স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গণতন্ত্র রক্ষার তৃতীয় ভিত্তি বা স্তম্ভ হচ্ছে মুক্ত সাংবাদিকতা। দেশের অর্থনৈতিক উন্নয়ন বা এলাকার উন্নয়ন করতে হলে প্রথমে সাংবাদিকতা পেশাকে স্বাধীন বা মুক্ত করতে হবে বলে মন্তব্য করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।


মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকার হিলি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ।


হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ উপস্থিত হলে ওনাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। পরে হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় প্রথম পবিত্র কোরআন তেলোয়াত করেন সদস্য তৌহিদুল ইসলাম শামীম। এরপর প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী স্বাগত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত সাংবাদিকরা প্রধান অতিথিকে হিলি স্থলবন্দর সহ চার উপজেলার উন্নয়ন ও হিলি প্রেসক্লাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি তার বক্তব্য বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে মুক্ত সাংবাদিকতা করতে গিয়ে আসলে বাঁধা কোথায় সেগুলো চিহ্নিত করে সমাধান করা। হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়া সত্ত্বেও এখানকার রাস্তা ঘাটের বেহাল দশা। রাস্তা ঘাট উন্নয়নে একটা সিন্ডিকেট কাজ করে। তেমনি চিকিৎসা ক্ষেত্রেও সিন্ডিকেট কাজ করে। এগুলো সমস্যার সমাধান এলাকার মানুষ সহ সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। একাই সম্ভব না। হিলিতে বৃটিশ আমলের রেলস্টেশন থাকলেও এখানে আন্তঃনগর ট্রেন দাড়ায় না। আপনাদের কে সাথে নিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। স্থানীয় হাসপাতালে চিকিৎসার সরকারের পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও পাশে ক্লিনিকে হাজার হাজার টাকা খরচ করে সিজার বা অপারেশন করতে হয়। তাহলে অবশ্যই এখানে একটা সিন্ডিকেট কাজ করে। সেটা ভেঙে ফেলতে হবে।


তিনি আরও বলেন, উত্তর অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা। এ এলাকায় আলু, টমেটো, শাকসবজি ও লিচু প্রচুর উৎপাদন হয়। সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এলাকার উন্নয়ন হবে। হিলি প্রেসক্লাব সম্পর্কে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে প্রেসক্লাবের জন্য কমপ্লেক্স তৈরি করে দিবো ইনশাআল্লাহ! না হতে পারলে ও আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে নিয়ে এলাকার মানুষের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ!


এসময় হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, প্রচার সম্পাদক মো. বকুল হোসেন, সদস্য আরমান আলী, কৌশিক চৌধুরী, সাদ্দাম হোসেন নয়ন, আব্দুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com