উপজেলা থেকে উপ-অঞ্চলীয় পেরিয়ে জাতীয় ক্রীড়ায় কেবি স্কুল
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৩
উপজেলা থেকে উপ-অঞ্চলীয় পেরিয়ে জাতীয় ক্রীড়ায় কেবি স্কুল
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উপজেলা, জেলা ও উপ-অঞ্চলীয় পর্যায় অতিক্রম করে জাতীয় ক্রীড়াঙ্গনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের (কেবি স্কুল) শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করে স্কুলটি।


সোমবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কেবি স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার। তিনি জানান, ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কেবি স্কুলের শিক্ষার্থীরা ছয়টি ভিন্ন খেলায় অংশগ্রহণ করে।


উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১ জন শিক্ষার্থীর মধ্যে ছয়জন চ্যাম্পিয়ান এবং চারজন রানার্সআপ হন। এর মাধ্যমে ছয়জন শিক্ষার্থী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।


পরবর্তীতে ময়মনসিংহে অনুষ্ঠিত উপ-অঞ্চলীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনজন শিক্ষার্থী চ্যাম্পিয়ান হন। তাঁদের মধ্যে দুইজন ছাত্রী ও একজন ছাত্র রয়েছেন। তাঁরা ব্যাডমিনটন, সাইক্লিং ও হকি ইভেন্টে চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।


সাইক্লিং ইভেন্টে ছাত্রী আরিশা রহমান এবং ছাত্র সাদমান আজমাইন চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। ব্যাডমিন্টনে ছাত্র এককে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশাদ আনান এবং ছাত্রী এককে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিশা রহমান উপজেলা, জেলা ও উপ-অঞ্চলীয়-তিন স্তরেই চ্যাম্পিয়ান হন। টেবিল টেনিসে ছাত্রী এককে আরিশা রহমান উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার কৃতিত্ব দেখান।


এ ছাড়া হকি ইভেন্টে উপজেলা, জেলা ও উপ-অঞ্চলীয় পর্যায় পর্যন্ত চ্যাম্পিয়ান হয়ে গৌরব অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ছাত্র হকি দল। ব্যাডমিন্টনে ছাত্রী দ্বৈত ইভেন্টে উপজেলা পর্যায়ে রানার্সআপ হন জেরিন মেহেজাবিন ও আরিশা রহমান।


শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নানা ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে পারে। কেবি স্কুলের শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।


বিবার্তা/আমানুল্লাহ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com