
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ায় সফর ঘিরে সমাবেশের প্রস্তুতি চলছে। তার আগমন উপলক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি জোট মনোনীত প্রার্থীদের মধ্যেও এ নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর নাগাদ জেলা সদরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে একাধিক প্রার্থীসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা সমাবেশের জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন ও মঞ্চ নির্মাণ কাজের তদারকি করেন। তারেক রহমান ২২ জানুয়ারি বিকেল তিনটায় সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ের মিনি স্টেডিয়াম মাঠে বক্তব্য রাখার কথা রয়েছে।
সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সেই লক্ষেই বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সমাবেশে নারীদের বড় উপস্থিতির বিষয়েও চিন্তা করা হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে লোকজন সকালেই চলে আসবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সকালে পুনিয়াউট অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে দল মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জহিরুল হক খোকন, সফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমেদ, শাহজাহান সিরাজ, জাকির হোসেন, আলী আজম, মো. আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, মাইনুল ইসলাম চপল, মো. আজিম, মিজানুর রহমান, মো. মাহিন প্রমুখ।
এছাড়া বিএনপির ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। সভায় প্রচার, মঞ্চ, সাজসজ্জা, অভ্যর্থনা, স্বেচ্ছাসেবক, মিডিয়া, আপ্যায়ন, সংস্কৃতি, প্রশাসনিক বিষয়ে মোট নয়টি উপ-কমিটি গঠন করা হয়। তারেক রহমানের আগমনে ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
বিকেলে জেলা বিএনপি সভাপতি খালেদ হোসেন মাহবুবের নেতৃত্বে নেতৃবৃন্দ কুট্টাপাড়ার মাঠ পরিদর্শন করেন। এ সময় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে মঞ্চ তৈরির কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
অনেকে মাঠেই নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব সাংবাদিকদেরকে বলেন, তারেক রহমানের আগমনের আনন্দের বহিঃপ্রকাশ হবে আগামী ২২ জানুয়ারি। আমি আশা করি, তিনি সেদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের (বিএনপি ও জোট মনোনীত) হাত উঁচিয়ে পরিচয় করিয়ে দিবেন।
জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে দল মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা আশা করছি তারেক রহমানের সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ লোকের সমাগম ঘটবে। এর মধ্য দিয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হবে। যে কারণে সমাবেশটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]