কসবায় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৪:০৮
কসবায় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।


র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর বাজার এলাকায় অবস্থানকালে


শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ২ - ৪নং বিবাদী জানায় যে, তারা কিশোরগঞ্জ জেলা থেকে ১নং বিবাদী রুবেল মিয়ার বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়ের জন্য এসেছে। পরবর্তীতে ১নং বিবাদী রুবেল মিয়ার দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচে ১টি প্লাষ্টিকের সাদা বস্তার ভিতর থেকে সাদা পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তিগণ হলেন - মো. রুবেল মিয়া (৩৫), পিতা- মোঃ আবুল হাসেম, চান্দখলা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, সোহাগ মিয়া (২১), পিতা- আনিস মিয়া, কালিপুর, রাজু আহম্মেদ (৩৮), পিতা- মৃত জজ মিয়া, চন্ডিবের, মোঃ ইসমাইল (২৩), পিতা- মৃত মতিন মিয়া এবং মোঃ আনিস মিয়া (৬২), পিতা- সুলতান মিয়া, উভয় কালিপুর, ও ভৈরব, কিশোরগঞ্জ।


গ্রেফতারকৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com