
উত্তরের জেলা পঞ্চগড়ে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও, একদিনের ব্যবধানে তাপমাত্রা খানিকটা বেড়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট, হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। উত্তর দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢাকা ছিল। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা খানিকটা কমলেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কনকনে শীতের কারণে ব্যস্ততম সড়ক ও বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল বেশ কম। জীবিকার তাগিদে বের হওয়া নিম্ন আয়ের মানুষরা রাস্তার বিভিন্ন মোড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একই সাথে রাত ও দিনে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]