মাঘের শীত হার মানিয়ে পৌষে জেঁকে বসেছে তীব্র ঠান্ডা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪২
মাঘের শীত হার মানিয়ে পৌষে জেঁকে বসেছে তীব্র ঠান্ডা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পৌষ মাস শেষ হতে আরও কয়েকদিন বাকি। এর মধ্যে মাঘের শীতকে হার মানিয়ে লালমনিরহাটে জেঁকে বসেছে তীব্র ঠান্ডা। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু জনজীবন।


রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


এ ছাড়া দিনের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম থাকায় জীবনযাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে ভোরের দিকে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির সঙ্গে বেড়েছে দুর্ঘটনার শঙ্কা।


শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও কৃষি শ্রমিকরা। দিনের শুরুতে কাজের সন্ধানে বের হতে না পেরে আর্থিক সংকটে পড়ছেন অনেকেই।


আদিতমারী উপজেলার কৃষক কেরকমত আলী বলেন, এত শীত পড়ছে যে কাজ করতে পারি না। ঠান্ডার কারণে শরীর শক্ত হয়ে আসে। খুব বিপাকে আছি।


আরেক কৃষক জাহেদুল ইসলাম বলেন, “জার আর সহ্য হয় না। জারোতে হাত-ঠ্যাগের নউলগুলা শিক নাগে। উয়াতে কাম কইরবার মোনায় না।


ঠান্ডায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান চিকিৎসকরা।


হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনারুল হক বলেন, শীতকালে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা এড়িয়ে চলা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


শীতের প্রভাব পড়েছে কৃষিতেও। কুয়াশার কারণে পর্যাপ্ত রোদ না পাওয়ায় বোরো ধানের বীজতলা ও শীতকালীন সবজিতে রোগের আশঙ্কা দেখা দিয়েছে। ফসল রক্ষায় বাড়তি সতর্কতা নিতে হচ্ছে কৃষকদের।


রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। সেইসঙ্গে অব্যাহত থাকতে পারে শীতের তীব্রতাও। শীত মোকাবিলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com