
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিজিবি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
নিহত জুয়েল রানা মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল রানা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বুধবার সকাল ১১টার দিকে জুয়েল রানা বাড়ি থেকে শূন্য লাইনের প্রায় দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে ঘাস কাটার কাজে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে জুয়েলের পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিজিবিকে বিষয়টি জানায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানায় আচ্ছাদিত একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশে একটি ক্ষেতে জুয়েলের ব্যবহৃত প্যান্ট ও শার্ট পাওয়া যায়।
বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে কোনো এক সময় নদীতে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় বিএসএফ বা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট ঘটনার সম্ভাবনা নেই।
এদিকে মহেশপুর থানার ওসি তদন্ত সাজাদুর রহমান সাজ্জাদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের শরীরের কয়েকটি স্থানে চামড়া উঠে যাওয়ার মতো ক্ষত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ক্ষতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]