
মানিকগঞ্জ-সিংগাইর- হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক এবং অপরজন আরোহী।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের হাসাননগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দ্বীপ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ (১৬) এবং একই এলাকার জাফর মিয়ার ছেলে মিরাজ (২১)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-চ ৫১৮৭৯৮) ওই সড়ক দিয়ে হাসাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুইটি মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/হাবিবুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]