নরসিংদীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২২:২৮
নরসিংদীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারপার্সন, বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী শিশু একাডেমীতে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবির খোকন।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, বিজি রশিদ নওশের, আকবর হোসেন, হারুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com