
নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্য—নির্বাহী সংসদের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শপথ বাক্য পাঠ করান নরসিংদীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া ও সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মজিদ শিকদারসহ নির্বাচিত অন্যান্য সকল কর্মকর্তা ও সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, অন্যান্য বিচারকবৃন্দ, নরসিংদী পুলিশ সুপার, সহ আইনজীবীগণ।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]