
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ পান বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. খোকন মণ্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান।বৈদ্যুতিক সট-সার্কিটে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রাথমিক ভাবে ধারণা করেন ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজারের মো. খোকন মণ্ডলের কুকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও পরে রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেওয়া পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন দোকানের চাল ভিজে নষ্ট হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মণ্ডল জানান, প্রতিদিনের মতো তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর তার দোকানে আগুন লেগেছে বলে জানতে পেরে দ্রুত ছুটে এসে চোখের সামনে তার সর্বস্ব পুড়ে ছাই হতে দেখেন। নগদ টাকা ও মালামালসহ তাদের অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ পরিষদ সভাপতি মো:সিদ্দিক মিয়া বলেন,তিনটি দোকানে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।আমরা আগামীকাল সকালে সকল ব্যবসায়ী সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মকর্তা (লিডার) মোঃ ইয়াহিয়া বলেন,আাগুন নিয়ন্তনে তিনটি ইউনিট কাজ করেছি।সট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়ে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।আশেপাশে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে।আশেপাশের অনেক দোকানকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]