রাজবাড়ীতে খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
রাজবাড়ীতে খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩১ বুধবার) বেলা আড়াইটার সদর উপজেলার সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে খানখানাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জানাযা অনুষ্ঠিত হয়।


জানাযায় খানখানাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাযায় ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির ইমামতি করেন।


জানাযার পূর্বে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম ইকবাল হোসেন, পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা কাজী শামসুদ্দিন, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল আমান বক্তব্য রাখেন।


গাবেয়না জানাযার উদ্যোক্তা বিএনপি নেতা ও খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম ইকবাল হোসেন বলেন, ‘ আমি ইচ্ছে করলে ঢাকাতে জানাযায় অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু খানখানাপুর ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি ঢাকাতে যাইনি। আমি নেতাকর্মীদের নিয়ে আমার ইউনিয়নে জানাযার আয়োজন করেছি। কয়েক হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মা বেগম খালেদার জন্য দোয়া করেছেন। এটাই ছিল আমাদের বড় প্রাপ্তি।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com