রাজবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু, আহত ৭
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬
রাজবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু, আহত ৭
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মো. আলমাস নামে এক যুবককে মরমান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি গোয়ালন্দ উপজেলার মমিনহাট এলাকায়।


বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দূর্গাপুর বাস স্টান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনা নছিমনের আর ৭ যাত্রী গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হসপিটালে ভর্তি হয়েছে।


দূর্ঘটনা কবলিত নছিমন চালক মো. মুকুল হোসেন বলেন, আমরা নাটর জেলার লালপুর থেকে গোয়ালন্দ যাচ্ছিলাম। দূর্গাপুর বাস স্টান্ড থেকে কিছুদূর সামনে পৌঁছালে রাজবাড়ী দিক থেকে আশা সিমেন্ট বোঝাই ট্রাকের সামনে স্কেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সড়কের বিপরীত পাশে চলে আসলে আমি নছিমন খাদে নামিয়ে দেই।নছিমনের পেছনে থাকা আলমাস ছিটকে পড়ে।তখন সে ট্রাকের সামনের চাকার নিচে পড়ে যায়। সে এখন চাকা নিচে আছে। নছিমনে থাকা বাকি ৭ জন কে স্থানীয়দের সহযোগিতায় রাজবাড়ী হসপিটালে পাঠানো হয়েছে।


কালুখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনা স্থলে পৌছায়।আমাদের উদ্ধার সরঞ্জাম না থাকায় পুলিশের ক্রেন ব্যবহার করি।তবে ট্রাকটি সিমেন্ট বোঝাই হওয়ায় উদ্ধারে সময় লাগছে। ট্রাকের নিচে একজনের মৃত্যু দেহ দেখা যাচ্ছে। নছিমন চালকের তথ্য মতে নছিমনে থাকা আলমাস নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে থাকা ব্যক্তি আলমাস হবে।


পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন,ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে চাপা পড়া আলমাস নামে যুবক মারা গেছে। তবে বাকি ৭ জন হসপিটালের চিকিৎসাধীন। ট্রাক ও নছিমন উদ্ধারে কাজ চলছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com