নরসিংদী-৫ আসনে যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১
নরসিংদী-৫ আসনে যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে নরসিংদীতে চলছে সমালোচনার ঝড়।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।



ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন ফরম জমা নিয়ে কেউ কেউ বলছে, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কীভাবে বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়। প্রশাসন কেন এ ব্যাপারে নীরব ভূমিকায় রয়েছে এ নিয়েও সমালোচনার যেন শেষ নেই।


জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তিনি একটি আলোচিত নাম।


এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।


নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, জেলার পাঁচটি আসনে ৪৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তৌফিকুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে উপস্থিত নাকি প্রতিনিধির মাধ্যমে জমা দিয়েছেন এ ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।


এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। নির্বাচন কমিশনের আইন কানুন অনুযায়ী যেদিন যাচাই করব এ বিষয়ে সেদিন সিদ্ধান্ত নেব।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com