
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমার শেষ দিনে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপি সাবেক মন্ত্রী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত নরসিংদী জেলা ও উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেয়া হয়।
নরসিংদী-১ (সদর) আসনে খায়রুল কবির খোকন (বিএনপি), মোঃ ইব্রাহিম ভূইয়া (জামায়াত), মোঃ আশরাফ হোসেন ভূইয়া (ইশা), হামিদুল হক পারভেজ (ইনসানিয়াত), এ্যাড. শিরিন আক্তার (বাংলাদেশ গণঅধিকার পরিষদ), সাখাওয়াত হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), সাবেক এমপি এ্যাড. মোঃ মোস্তফা জামান (জাতীয় পার্টি), শহিদুজ্জামান চৌধুরী (গণফোরাম)।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি থেকে সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, জামায়াত থেকে মোঃ আমজাদ হোসাইন, এনসিপি থেকে মোঃ গোলাম সারোয়ার (তুষার), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে আসিফ ইকবাল, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মোঃ ফারুক ভূইয়া, জাতীয় পার্টি থেকে এ.এন.এম রফিকুল আলম সেলিম, ইনসানিয়াত বিপ্লব থেকে মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি থেকে মন্জুর এলাহী, জামায়াত থেকে মোঃ মোস্তাফিজুর রহমান কাউসার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ ওয়ারেজ হোসেন ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোঃ রাকিবুল ইসলাম (রাকিব), জাকের পার্টি থেকে আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লব থেকে রায়হান মিয়া, জাতীয় পার্টি থেকে রেজাউল করিম বাছেদ, গণফোরাম থেকে একেএম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব মোঃ আরিফ-উল-ইসলাম মৃধা, জনতার দল থেকে মোঃ এনামুল হক।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি থেকে সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জামায়াত থেকে মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন থেকে মোঃ সাইফুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাজী সাজ্জাদ জহির, জনতার দল আবু দার্দা মোঃ মাজ, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টি থেকে মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ কংগ্রেস থেকে শফিকুল ইসলাম।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি থেকে ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বদরুজ্জামান উজ্জল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে তাহমিনা আক্তার, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে তাজুল ইসলাম, জাতীয় পার্টি থেকে মেহেরুন্নেছা খান পন্নী (হেনা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ গোলাপ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ পনির হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ সুলায়মান খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মশিউর রহমান, স্বতন্ত্র থেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, জেলার পাঁচটি আসনে ৪৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তৌফিকুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]