
সাভারে হানি ট্র্যাপ অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি হানি ট্যাপের মাধ্যমে গেন্ডা এলাকা থেকে মাসুম বেপারী নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ
ভোর রাতে গেন্ডা এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেফতার করে ও অপহৃতের শিকার ব্যক্তিকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো-জোসনারা বেগম, টুটুল, সুমন ও রফিক মিয়া। এসময় তাদের কাছ থেকে একটি গামছা, একটি মাস্কিং টেপ ও অপহরণের পরে নেওয়া চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]