স্মৃতিসৌধে তারেক রহমানের আগমন ঘিরে কঠোর নিরাপত্তা, ৮ শতাধিক পুলিশ মোতায়েন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০১
স্মৃতিসৌধে তারেক রহমানের আগমন ঘিরে কঠোর নিরাপত্তা, ৮ শতাধিক পুলিশ মোতায়েন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ দেড় দশক পর আজ (২৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।


দলীয় সূত্রমতে, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে তার বাবা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। বিকেলে সাভার স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।


এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাভার ও আশপাশে মোতায়েন করা হয়েছে ৮ শতাধিক পুলিশ। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


এছাড়া অফিসিয়াল নির্দেশনা না থাকলেও মানুষের অধিক সমাগম উপলক্ষ্যে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সাজানো হচ্ছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাগানো হচ্ছে ফুলের নতুন চারা। স্মৃতিসৌধ এলাকায় ভিআইপি লাউঞ্জ প্রস্তুত রাখা হচ্ছে।


এছাড়া জাতীয় স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি নিয়ে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষ্যে আমাদের কোন অফিসিয়াল নির্দেশনা নেই। তবে তার আগমন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ ক্রাইম, অপস্ ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমানের সাভার অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। বর্তমানে সাভার ও আশপাশ এলাকায় জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com