
ঘন কুয়াশার প্রভাবে মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকায় মাওয়া এক্সপ্রেসওয়েতে একের পর এক সংঘর্ষে ৩টি যাত্রীবাহী বাস এবং একটি কাভারভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তীব্র কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় পেছনের যানগুলো নিয়ন্ত্রণ হারিয়ে পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার প্রভাবে প্রায় অর্ধঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার এটিএম মাহমুদুল হক নিশ্চিত করেছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, ঘন কুয়াশাই এ দুর্ঘটনার মূল কারণ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]