
ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় গারমেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও মৃতদেহ আগুনে পোড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন, গত ১৮ই ডিসেম্বর রাত ৯ টায় কথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গারমেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়েছে। একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে একজন নিরপরাধ মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করেছে। বিচারহীনতার সংস্কৃতিক কারণে সংখ্যালঘু সম্প্রদায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অনতিবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার সরকার, পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অনিন্দিতা বাণী গুহ,পূজা উদ্যাপন ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, পৌর পূজা উদ্যাপন ফ্রন্টের সুবাস বিশ্বাস, পূজা উদ্যাপন ফ্রন্ট জেলা শাখার সদস্য কৃষ্ণ কর্মকার, অমিত প্রামাণিক, হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক রাজেশ কুমার মন্ডল, পূজা উদ্যাপন ফ্রন্ট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা. কমল কুমার দাস, হরিসভা মন্দিরের সিনিয়র সহ-সভাপতি শ্যামল পোদ্দার, পূজা উদ্যাপন ফ্রন্ট জেলা শাখার সদস্য পরিমল সরকার, শিক্ষার্থী মাহিন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]