
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্তে ঢাকায় আয়োজিত সমাবেশে যোগ দিতে লালমনিরহাটে ‘বিশেষ ট্রেন’ বরাদ্দের দাবি জানিয়ে রেললাইন অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে জড়ো হতে থাকেন দলটির কয়েকশ নেতাকর্মী। একপর্যায়ে তারা রেললাইনের ওপর অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। এর ফলে লালমনিরহাট থেকে ঢাকা, রংপুর ও বুড়িমারীসহ দেশের সব রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্টেশনে আটকা পড়ে আন্তঃনগরসহ বেশ কয়েকটি ট্রেন, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত নেতা-কর্মীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে লালমনিরহাটের হাজার হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে অংশ নিতে মুখিয়ে আছেন। কিন্তু বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য নিয়মিত ট্রেনের আসন পর্যাপ্ত নয়। তাই তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেন বরাদ্দের দাবি জানিয়েছেন।
এতে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের দেশে ফেরা লালমনিরহাটের মানুষের কাছে এক আবেগের দিন। এই ঐতিহাসিক মুহূর্তে ঢাকার সমাবেশে যোগ দিতে জেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ প্রস্তুত। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেনের দাবি জানিয়েছি যাতে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারেন। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। যতক্ষণ পর্যন্ত বিশেষ ট্রেনের লিখিত নিশ্চয়তা না পাবো, ততক্ষণ এই রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]