
রাজবাড়ীর পাংশা পৌর শহরের নিজ বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে আব্রাহাম খান ওরফে আলিম খান (২৭) নামে এক যুবককে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ে জবাই করে হত্যার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাংশা মডেল থানার সামনে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন বন্ধনে ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। এর আগে পাংশা পুরাতন বাজার থেকে একটি বিক্ষোভ মিশিল বেড় হয়ে পাংশা মডেল থানার সামনে এসে শেষ হয়।
এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকার পাকা রাস্তা ও বালুর মাঠের পাশে মাথাবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতকে শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের পিতা ওয়াজেদ আলী খান আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে পিবিআই’র একটি অভিযানিক দল রুহুল আমিন (২৬) নামে একজনকে গ্রেফতার করে। তার বাড়িও রাজবাড়ীর পাংশা উপজেলায়।
গ্রেফতারকৃত রুহুল আমিন প্রাথমিক জবান বন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পিবিআই জানিয়েছেন। সেই সাথে নিহত আবরাহাম খানের সাথে রুহুল আমিনের খালা মরিয়মের পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়ার সম্পর্কের জের ধরেই আব্রাহাম খান ওরফে আলিম খানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের স্বজন ও এলাকাবাসী শান্তিপূর্ণ একটি বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বিষয়টা আড়াইহাজার থানার অধিনে সুতরাং তারাই তদন্ত করছেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]