
চাঁদা না পেয়ে সাভারে একটি বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে বাড়ির মালিকের স্ত্রী।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে সাভারের পশ্চিম রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদা না পেয়ে রাতে একদল সন্ত্রাসী লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পশ্চিম রাজাশন মহল্লার মোহাম্মদ কোরবান আলীর বাড়িতে হামলা চালায়। এসময় হামলা ভাঙচুর ও লুটপাটে বাধা দিলে কোরবান আলীর স্ত্রী নুরুন্নহারকে কুপিয়ে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনার পর থেকে পরিবারটি নচরম আতঙ্কে রয়েছে। আহত নুরুন্নাহারকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন,থানায় অভিযোগ দায়ের হয়েছে সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]