
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করে পঞ্চগড় জেলা ছাত্রদল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এম আর কলেজ মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের চৌড়ঙ্গী মোড় ঘুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণের যে পরিকল্পনা প্রণয়ন করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী ছাত্রদল কে যে দায়িত্ব অর্পণ করা হবে আমরা তা ইমানি দায়িত্ব মনে করে, পঞ্চগড় জেলা ছাত্রদল অক্ষরে অক্ষরে পালন করবো।
আমাদের যে প্রতিজ্ঞা রয়েছে সেই প্রতিজ্ঞা আজকের এই আনন্দখন মুহূর্তে আমরা আবারও সেই প্রতিজ্ঞা'র পুনরাবৃত্তি করছি। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]