
ঠাকুরগাঁও সুগার মিলসে আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সুগার মিলের “কেইন কেরিয়ার” প্রাঙ্গণে ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান ।
ঠাকুরগাঁও সুগার মিলসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি)র চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, বিএসএফআইসি'র সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, বিএসএফআইসি'র প্রধান (টিএস) মঞ্জুরুল হক প্রমুখ।
এ সময় বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন, ঠাচিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে মিলের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উলেখ্য যে, এ বছর আখ মাড়াই মৌসুমে ঠাকুরগাঁও চিনি কলে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯০ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৬৭০ মেট্রিক টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ দশমিক ৩০ শতাংশ। ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে দণ্ডায়মান আখ আছে ৬ হাজার ৬০একর, ২০২৫-২০২৬ মৌসুমে আখ রোপণ লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৫ শ একর। চলতি মৌসুমে অদ্যাবধি রোপণ (চলমান) ৩ হাজার একর জমি। মাড়াই কর্মদিবস ধরা হয় প্রায় ৭০-৮০ দিন।
এছাড়া ঠাকুরগাঁও সুগার মিল চিনির গুণাবলি এবং আহরণের তুলনামূলক উচ্চ মাত্রা বজায় করে সারা দেশের সব সুগার মিলগুলোর মধ্যে চিনি উৎপাদনে ১ম বা ২য় স্থান অধিকার করে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে মৌসুম পাড় করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]