এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে ফটোশুট–সেলফি, কমানো যাচ্ছে না ভিড়
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২
এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে ফটোশুট–সেলফি, কমানো যাচ্ছে না ভিড়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন হাজারও উৎসুক মানুষ ও দলটির নেতাকর্মীরা। সেখানে কেউ কেউ মোবাইল বের করে ফটোশুট করছেন, কেউ লাইভ দিচ্ছেন, আবার কেউ সেলফি তুলে কিছুক্ষণ পরপর ফেসবুকে আপডেট দিচ্ছেন।


হাসপাতালের সামনে এই ভিড়ের কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালদের সামনের মূল সড়ক। এ অবস্থায় নিরাপত্তা ও রোগীসেবায় বিঘ্ন ঘটতে পারে বলে পুলিশ এবং হাসপাতাল–সংশ্লিষ্টরা বারবার ভিড় সরিয়ে দিতে বাধ্য হচ্ছেন।


আজ (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এই চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ঠিক প্রধান ফটকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। দায়িত্ব পালন করছে বিশেষ নিরাপত্তায় নিযুক্ত হওয়া এসএসএফসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী, সঙ্গে রয়েছেন উৎসুক জনতাও। হাসপাতালের মূল ফটকের সামনে দফায় দফায় ফটোশুট ও সেলফি তুলতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষকে। কেউ হাসপাতালের সাইনবোর্ডকে ব্যাকগ্রাউন্ড ধরে সেলফি তুলছেন, কেউ ভিডিও করে “এভারকেয়ার লাইভ আপডেট” বানাচ্ছেন, আবার কেউ গেটের সামনে টিকটক স্টাইলের ক্লিপ করছেন।


নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। তবে উৎসুক জনতার অতি আবেগ আর বাড়াবাড়িতে ক্ষুব্ধ তাদের অনেকেই।


এদিকে উৎসুক জনতাকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাসপাতালের রোগী পরিবহন ও জরুরি সেবা যেন ব্যাহত না হয়, সেই জন্য পুলিশের সদস্যরা সারাক্ষণ টহল দিচ্ছেন এবং দাঁড়িয়ে থাকা কিংবা ছবি তুলতে থাকা মানুষদের বারবার সরে যেতে বলছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, “মানুষের ভিড় হলে অ্যাম্বুলেন্স প্রবেশ–বাহিরে সমস্যা হয়। আমরা অনুরোধ করছি ভিড় না করতে। কিন্তু অনেকে ছবি তুলতেই আসছেন।”


হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে। অতিরিক্ত ভিড় ও ক্যামেরার ফ্ল্যাশ রোগীসেবা বা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে জানানো হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com