
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক পাচারকারী জনি ইসলাম (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত জনির মা হাসু খাতুন বাদী হয়ে গত শনিবার রাতে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জামালপুর গ্রামের মৃত দুল্লোর আলীর ছেলে সিকান্দার আলী (৬০) ও জাহিদুল ইসলামের ছেলে আসিফ হোসেনকে (১৮) গ্রেফতার করে।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার একটি কবরস্থানের পাশথেকে পুলিশ জনির লাশ উদ্ধার করে। নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, মাদক পাচারকারী জনি দীর্ঘদিন ধরে জামালপুর সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র কারবারী সোহান ও সুমনের সহযোগী হিসেবে কাজ করতো। মাদক পাচারের পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরধরে গত শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সোহান ও সুমনের লোকজন জনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপয়ে জখম করে। এতে সে গুরুতর আহত হয় এবং তার পিঠে একাধিক সেলাই দিতে হয়। হামলার ভয়ে জনি শুক্রবার রাতে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করে।
পরদিন শনিবার দুপুর দেড়টার দিকে জনি নিজ বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অস্ত্র ও মাদক কারবারী সোহান ও সুমনের নেতৃত্বে একদল মাদক পাচারকারী তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে জনির দুই পায়ের রগ কেটে দিয়ে তাকেকুপিয়ে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হত্যা ও আসামি গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জনির মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সিকান্দার আলী ও আসিফ হোসেন নামে দু’জনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সীমান্ত এলাকারপরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]