
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ধ্যা রাতের আঁধারে প্রকাশ্যে গুলির ঘটনায় দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় পৌর এলাকার কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- টুটুল মিয়া ও শিহাব উদ্দিন। টুটুলের পায়ে ২০-২৫টি রাবার বুলেট ও শিহাব উদ্দিনের হাত-পায়ে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তবে দু'জনই শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন একই এলাকার টুটুল মিয়া। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান পায়ে ছররা গুলি লাগে এবং তার পাশে থাকা শিহাব উদ্দিনেরও হাতে ও পায়ে গুলি লাগে।
আহত টুটুল মিয়া বলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিল নামে একজন তাকে গুলি করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে শাকিলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সে এ কাণ্ড ঘটিয়েছে।
আহত শিহাব উদ্দিন জানান, তিনি টুটুল মিয়ার পাশেই দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। কিছু বুঝে উঠার আগেই তার হাতে ও পায়ে গুলি লাগে। কি হয়েছে বলে এগিয়ে গেলে তাকেও গুলি করতে উদ্যত হয় ওই ব্যক্তি। পরে তিনি সরে যান।
এদিকে অভিযুক্ত শাকিল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, চোরাচালান পণ্য নিয়ে তাদের নিজেদের মধ্যে গোলাগুলি হয়।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর- ই আবেদীন সিফাত জানান, একজনের পায়ে ২০-২৫টির মতো রাবার বুলেট রয়েছে। তবে দু'জনই শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, আধিপাত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তদন্ত চলছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]