ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৫০
ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা সহ মাহবুব মোল্লা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ আহসান কবির সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বালিপাড়া এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন । যার আনুমানিক মুল্য ৬-৭লক্ষ টাকা । গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী পাশ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার খারইখালি গ্রামের মৃত এসহাক মোল্লার ছেলে মোঃ মাহবুব মোল্লা । তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


থানা সূত্রে জানা যায়, ফেনী থেকে একটি পিকআপযোগে গাঁজা নিয়ে ইন্দুরকানীর দিকে আসা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা পিকআপটি থামিয়ে পুলিশকে খবর দেন। এ সময় মাহাবুব গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এবং জিয়ানগর চন্ডিপুর মহাসড়কের পাশের করবস্থানে পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা ফেলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে পিকআপসহ তাকে গ্রেফতার করে।


এই ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । মাদক ব্যবসায়ী মাহবুব মোল্লার ওরফে বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হবে । তার বিরুদ্ধে অন্য থানায় আর কোন মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা আসে কিনা জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com