
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) চার সদস্য ও সেনাবাহিনীর এক সদস্যকে বিজিবি আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
২৩ নভেম্বর, রোববার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক।
আটকরা হলেন- মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮), মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।
স্থানীয়রা জানান, গাছবুনিয়া পাড়াটি ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীনস্থ মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলার থেকে দেড় কিলেমিটার ভেতরে।
রোববার দুপুরে সেখানে স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য। পরে খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।
এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম খাইরুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
স্থানীয়রা জানান, গাছবুনিয়া পাড়াটি ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীনস্থ মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলার থেকে দেড় কিলেমিটার ভেতরে।
রোববার দুপুরে সেখানে স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য। পরে খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।
এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম খাইরুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]