
সনদ জটিলতা কাটিয়ে বন্ধের একদিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি আবারও শুরু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে মৎস্য বিভাগের সনদ জটিলতা দূর হওয়ায় মাছ রফতানি আবারও শুরু করেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, মৎস্য বিভাগের সনদ অনলাইন হওয়া শনিবার দুপুর থেকে মাছ রফতানি শুরু হয়েছে। দুপুরের পর থেকে বন্দর দিয়ে ১৩ টি ট্রাকে রুই, কাতল, পাঙ্গাস, পাবদাসহ দেশীয় প্রজাতির ৬০ টন হিমায়িত মাছ ভারতে পাঠানো হয়েছে। যার বাজার মূল্যে দেড় লাখ মার্কিন ডলার।
আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল জানান, অনলাইন সার্টিফিকেটের সিদ্ধান্তের বিষয়টি জানা ছিলো না। বৃহস্পতিবার অনলাইনে সার্টিফিকেট দেওয়ার কোড পাই। এর পরই অনলাইন সার্টিফিকেট দেওয়া হয় মাছ রফতানিকারক। এর আগে ম্যানুয়ালিভাবে রফতানি হলেও গত ১৩ নভেম্বর মৎস্য বিভাগকে অনলাইন সনদ করার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মৎস্য অধিদপ্তর এটি না করায় বৃহস্পতিবার থেকে বিল অব এন্ট্রি করতে পারছিলনা রফতানিকারকরা। ফলে বন্ধ ছিল মাছ রফতানি।
বিবার্তা/নিয়ামুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]