গোবিন্দগঞ্জে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৩:১৪
গোবিন্দগঞ্জে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রাথমিক মনোনয়ন বাতিল করে নির্যাতিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আমরা ধানের শীষ পরিবারের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া হাটে দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়নের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মশাল মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় অর্ধশত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।


তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে মশাল মিছিল শেষে পথসভায় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মালয়েশিয়ায় বসবাসকারী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রাথমিক মনোনয়ন বাতিল করে দীর্ঘ ১৭ বছর ধরে কারা নির্যাতিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।


বিবার্তা/নূর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com