হাকিমপুরে ৩ দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের উদ্বোধন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২১:৩৬
হাকিমপুরে ৩ দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের উদ্বোধন
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও হাকিমপুর উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় ৩দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স'র উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের বাংলাহিলি পাইলট স্কুল মাঠে পতাকা উত্তলন ও বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ আমিনুল ইসলাম।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হাকিমপুর উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ আবতাফুজ্জামান তাজ, উপদেষ্টা সদস্য ও বাংলাহিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামান আলী, কোর্স লিডার মাহিদুল ইসলাম, উডব্যজার (প্রশিক্ষক) আব্দুল মোত্তালেব, আনোয়ারুল হক টুকু, কাওসার পারভীন লিপি, নওশাদ আলী, উম্মে কুলসুম, সোহাগ চৌধুরী, একেএম বেনজির হক ও অ্যডভান্স সম্পূর্ণকারী প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ।


উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ বলেন, তিন দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের আজ উদ্বোধন করা হয়েছে। এ কোর্সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন এবং তারা রাত্রে এখানে অবস্থান করবেন। স্কাউটস এর বিভিন্ন কার্যক্রম ও অধিবেশন সমাপ্ত করে আগামী ২২ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কোর্সের সমাপ্তি ঘোষণা করা হবে।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com