রাবি শিক্ষার্থীদের আলটিমেটাম
রাতে ঢাকা-রাজশাহী মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৫:৫০
রাতে ঢাকা-রাজশাহী মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুইজনকে তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে নয় ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১১টার পর ঢাকা-রাজশাহী মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে তারা।


এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।


প্রথমে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা জড়ো হলেও পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার অবস্থান কর্মসূচির পর দুপুর ২টায় শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। এতে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


শিক্ষার্থীদের তিন দফা দাবি


হামলার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার
দায়িত্ব অবহেলার অভিযোগে কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা
ক্যাম্পাস–সংলগ্ন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি


বুধবার রাত ১১টার দিকে কাজলা গেটের সামনে একটি হোটেলে ফিন্যান্স বিভাগের আল ফারাবী ও তাহমিদ আহমেদ (বখশী) এবং নাট্যকলা বিভাগের মিনহাজ খাবার খাচ্ছিলেন। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে করে মুখোশধারী ও হেলমেট পরা দুর্বৃত্তরা সেখানে হামলা চালায়। মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার পর আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায় হামলাকারীরা।


রাত ১২টার আগেই ফারাবীকে বিনোদপুর বেতার মাঠের পাশে এবং তাহমিদকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। দুইজনের শরীরে গুরুতর মারধরের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘এ ঘটনায় মামলা হয়নি, করার প্রক্রিয়া চলছে। তদন্ত শুরু হয়েছে।’


হামলার পর রাতেই শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছিলেন। বৃহস্পতিবারের আন্দোলন আরও বৃহত্তর রূপ নিলেও আপাতত আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত রেখেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com