
ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসন নিয়ে গঠিত। গত ৩ নভেম্বর বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-১, ৩, ৪ ও ৫ আসনসহ সারাদেশের ২৩৭টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা প্রকাশ করেন।
সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-১ থেকে বিএনপি মনোনয়ন দেয়- নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানকে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) থেকে মনোনয়ন পান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি মুশফিকুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে পেয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন পান জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপি'র ৩ বারের সভাপতি অ্যাড. এম এ মান্নান।
এই ৪টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন বাদে বাকি ৩টি আসনে প্রার্থী বদল করতে নিয়মিত মিটিং-মিছিল, বিক্ষোভ করছে বিএনপি'র এক অংশের কর্মী, সমর্থকেরা। বিশেষত ব্রাহ্মণবাড়িয়া-৪ ও ৫ আসন নিয়ে মাতামাতি হচ্ছে বেশি।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) এ প্রার্থী বদলের দাবিতে ৩ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর নাগাদ উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই আসন থেকে উপজেলা বিএনপি'র সভাপতি এম এ হান্নানকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। মানববন্ধন থেকে প্রার্থী বদল করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, অ্যাড. কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেয়া রেজিয়া বেগম বলেন, ‘কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাধারণ মানুষের নেতা। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেয়ার দাবিতে আমরা এক হয়েছি।’
তারা জানায়, বিএনপি’র যোগ্য প্রার্থী মামুন ভাই। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। এজন্য দলের মনোনয়ন বদলের দাবি জানাচ্ছি।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যায় আখাউড়া উপজেলার নারায়ণপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে অংশ নিতে অনেক নেতা-কর্মী কাফনের কাপড় পরে উপস্থিত হন।
এ সময় আন্দোলনকারীরা ‘লেগেছেরে লেগেছে- রক্তে আগুন লেগেছে, ১৭ বছর খবর নাই- এমন প্রার্থী দরকার নাই, দুর্দিনে কবীর ভাই, আমরা সবাই তাকে চাই।’ ইত্যাদি স্লোগান দেন।
নারায়ণপুর বাইপাস এলাকায় পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীন আব্দু। এছাড়া বক্তব্য দেন- উপজেলা বিএনপি'র সিনিয়র সহ- সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপি'র সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ ভূঁইয়া, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, ইমরান মোল্লাসহ অন্যরা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, দুর্দিনে কবীর আহমেদ ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া তৃণমূলের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'বিএনপিকে বাঁচাতে এই দাবি ন্যায্য, দাবি না মানলে কঠোর থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে, কসবা উপজেলায় বিশাল বিক্ষোভ মিছিল হয় এবং কবির আহমেদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক দিতে কর্মী-সমর্থকরা কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমে আসেন।
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে যোগ দেন; মনোনীত প্রার্থী বাদ দিয়ে আবারও মনোনয়ন ঘোষণার দাবি তাদের।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাড. এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে।
বুধবার ১৯ নভেম্বর বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় বিএনপি'র মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে উঠেছেন। তাদের দাবি এই ৭ জনের যে কোন একজনকে মনোনয়ন দিতে হবে।
৪ ভাগে বিভক্ত বিএনপি'র একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন, উপজেলা বিএনপি সভাপতি মনোনীত এম এ মান্নান। অপর গ্রুপে রয়েছেন, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি'র অর্থ বিষয় সম্পাদক নাজমূল হোসেন তাপস। অন্যটিতে রয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদ। আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম।
এই ৪ নেতাসহ মঞ্চে যে ৭ নেতা রয়েছেন, তারা হলেন- উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমূল হোসেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ- সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
নবীনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি'র সদস্য নাজমুল কবিরের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপি'র উপদেষ্টা সায়েইদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপি'র অর্থ বিষয় সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, সদস্য কে এম মামুন- অর রশিদ, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সাবেক সদস্য অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, আজ নবীনগরে অপ্রত্যাশিত ভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে তার নমিনেশন বাতিলের অনুরোধ করছি। নবীনগর থেকে যে নমিনেশন পেয়েছে সে আমাদের এই সাতজনের সাথে ছিল না। কারণ, সে গত ১৭ বছর মাঠে ছিল না; সে এখন কালো চশমা পড়ে থাকে। আপনি নমিনেশন পেয়ে এখন কাউকেই চিনেন না। আপনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের পূর্ণবাসন করছেন। এটা প্রাথমিক মনোনয়ন, এটা চূড়ান্ত মনোনয়ন নয়। দেশ নায়ক তারেক রহমান পূর্ণ বিবেচনা করবেন। সবার আগে বাংলাদেশ, সবার আগে ধানের শীষ। নবীনগরের আসনটি ধানের শীষের। তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে গেলে যোগ্য প্রার্থী দরকার। যাতে করে কর্মীরা মন দিয়ে কাজ করতে পারে। নবীনগর থেকে যাকে প্রার্থিতা করা হয়েছে, সে নবীনগরবাসীর মনের মানুষ নয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) এই ২টি আসন বিএনপি ফাঁকা রেখেছেন। ধারণা করা হচ্ছে শরীক দলের জন্য এমনটি করা হয়েছে।
ফাঁকা রাখা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি'র হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবার প্রত্যাশা করছেন। এ নিয়ে তাঁর সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ নানারকম কর্মসূচি পালন করছেন।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]