
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে ৪২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৯ নভেম্বর ) সকালে হোয়াইকং কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক পাচারকারী কামাল উদ্দিন (৪৮) টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির বনেটের নিচে লুকানো অবস্থায় প্রায় দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ি ও মাদকসহ এক কারবারিকে আটক করা হয়।
জব্দ করা মাদক, গাড়ি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]