
দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে মুল্য তালিকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্য পণ্যে হাইডোস ও সাল্টু ব্যবহারের দায়ে ছয়টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বাংলাহিলি বাজারে অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম ও অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মুল্য তালিকা,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্য পণ্যে হাইডোস ও সাল্টু ব্যবহারের দায়ে ছয়টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহৃত থাকবে বলে জানান তিনি।
এসময় হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমান সহ পুলিশের বিশেষ দল উপস্থিত ছিলেন।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]