
সাভারের আশুলিয়ায় একটি সড়ক ১২ মাসেই পানিতে তলিয়ে থাকে। এঘটনায় গার্মেন্টস শ্রমিকসহ সড়কটিতে পারাপার হওয়া লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গার্মেন্টস কারখানা বাসা বাড়ির ময়লা আবর্জনার পানি সড়কটিতে জমে থাকায় পায়ে লেগে অনেকেই চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নিত্যদিন।
এলাকাবাসী জানায় ,জামগড়া চৌরাস্তায় ওই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক । সড়কের দু'পাশে গার্মেন্টস ফ্যাক্টরি সহ অসংখ্য দোকানপাট রয়েছে। গত কয়েক বছর ধরে সড়ক টির প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গার্মেন্ট শ্রমিকসহ লক্ষাধিক মানুষ। সড়ক থেকে পানি সরানোর কোন ব্যবস্থা করছে না ইউনিয়ন পরিষদ।
ময়লা আবর্জনা পানিতে তলিয়ে থাকা সড়কটিতে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় জনপ্রতিনিধি বা কেউই সড়কটি সংস্কারে এগিয়ে আসছে না। এমন অবস্থায় সবাই দুর্ভোগে পড়েছেন। এছাড়া সেখানে আরো বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে রয়েছে। এঘটনায় সড়কটি দিয়ে সময়মতো গার্মেন্টসে পৌঁছাতে পারেন না শ্রমিকরা ও বায়াররা।
এছাড়া সড়কটি দিয়ে গাড়ি চলাচল করতে না পারায় গার্মেন্টস মালিকরাও সময়মতো রপ্তানি কৃত পোশাক নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। গার্মেন্টস শ্রমিক সহ এলাকাবাসীরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য আহ্বান জানিয়েছেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]