জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায়
ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় সংলাপ অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:৪২
ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় সংলাপ অনুষ্ঠিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা কার্যক্রম লক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ( কোডেক) এর উদ্যোগে মঙ্গলবার এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির কোডেকের সদস্য নিয়ে কোডেক এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌসের সঞ্চালনায় ইউনিয়নের সূপেয় পানি ব্যবস্থা,রাস্তা ঘাট,সাকো সহ বিভিন্ন সমস্যা নিয়ে এবং জলবায়ু পরিবর্তনও পরিবেশগত বাস্তবায়ন করনের লক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।


সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী,ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রুহল আমিন,ইউপি সদস্য মোঃ মজনু হাওলাদার,মোঃ মিজান প্রমুখ ।


এসময় বক্তারা বলেন, জলবায়ু ও পরিবেশগত ভাবে এলাকায় ঝুঁকিতে থাকতে হয়। বিভিন্ন কারনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ভাবে বিঘœ ঘটে। গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ উন্নয়নে সকলে দলমত নির্ভিশেষে ভুমিকা থাকা দরকার। একটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা থাকতে পারে । সব সমস্যা একার পক্ষে সমাধান করা সম্ভব নয় । সমাজে আমাদের অধিকার থেকে এলাকায় উন্নয়নে পরিবর্তন ঘটাতে হবে ।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com