
রাজবাড়ীতে মোবাইলের মেরোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ি ফেরার পথে মাইনউদ্দিন গাজীকে পিটিয়ে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত আসামিদের উপস্থিতে এই রায় দেন।
আসামিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেছার পাটোয়ারী।এ মামলার অপর আসামি বাবু ভুঁইয়া খালাস পেয়েছেন।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইলের মেরোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ি ফেরার পথে মাইনউদ্দিন গাজীকে লোহার পাইপ, রড দিয়ে পি/টিয়ে জখম করে আসামিরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন বিকালে মারা যান মাইনউদ্দিন।
এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান গাজী পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইনউদ্দিন গাজী হত্যা মামলার ৫ আসামির মধ্যে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।এ মামলার আর এক আসামি কে খালাস দেওয়া হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]