সিংড়ায় ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৫:১৭
সিংড়ায় ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ার হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও একমাত্র আলু ছাড়া প্রায় সব সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। এতে সবজির ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। তবে সবজি ব্যবসায়ীরা বলছেন, কৃষকের কাছ থেকে আগাম জাতের সবজি চড়া দামেইকিনতে হচ্ছে তাদের।


উপজেলার বিভিন্ন হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়,শীতকালীন সবজি প্রতি কেজি ফুলকপি ৭০ টাকা থেকে ৮০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১৪০ টাকা, শসা ৫০টাকা থেকে ৬০ টাকা, টমেটো কাঁচা ৮০ টাকা, ভারত ও চায়না থেকে আসা লাল টমেটো ১২০ টাকা, ভারতের গাজর ১২০ টাকা থেকে ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪০টাকা থেকে ৫০ টাকা, ধনিয়া পাতা ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, করলা ৭০টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া জাত ভেদে বেগুন ৮০ টাকা থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা ও আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সিংড়া বাসস্ট্যান্ডের সবজি বাজারে সবজি বিক্রেতা আকবর আলী বলেন, কিছু দিন আগে টানা বৃষ্টির কারণে আগাম জাতের অনেক সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কৃষকদের কাছ থেকে চড়া দামেই কিনতে হচ্ছে।


সিংড়া সবজি বাজারে সবজি কিনতে আসা নুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিক ভাবে উঠা নামা করছে। গত সপ্তাহের হাটে সিম ৬০ টাকা কেজি কিনেছি আজ কিনলাম ১২০ টাকা কেজি। পেঁয়াজ ছিল ৬০ টাকা এখন ১০০ টাকা কেজি। একমাত্র আলুর দাম ছাড়া সব সবজির দাম চড়া।


এদিকে সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন শাক। মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাক, সবুজ শাক সহ বিভিন্ন রকম শাক।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com