চুয়াডাঙ্গায় মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১২
চুয়াডাঙ্গায় মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার জীবননগরে মহাসড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের কাছে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটের খবর পাওয়া গেছে।


মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্য উপজেলার সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, মঙ্গলবার ভোরে আনুমানিক ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশের দুইটি গাছ কেটে মহাসড়কে ফেলে প্রথমে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন -১২৪৩২০) দাঁড় করায়। তারপর ওই গাড়ির ড্রাইভারের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর একই পিকাপ ভ্যানটি রাস্তার উপর ব্যারিকেড দিয়ে রাখে।


পরবর্তীতে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনটি একই স্থানে পৌছালে ডাকাত দলের সদস্যরা হাতে চাপাতি, দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসের গতিরোধ করে বাসে ওঠে চালক ফয়সালকে লাঠি দিয়ে তার ডান হাতে আঘাত করে গাড়ির নিয়ন্ত্রণ নেয়।


এরপর গাড়িটি মহাসড়ক থেকে আন্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকো পার্কের সামনে নিয়ে যায়। তারপর ডাকাত দলের সদস্যরা গাড়িতে থাকা ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা , মোবাইলসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয়। পরবর্তীতে বাসের দুইটি জ্বালানো ভাঙচুর করে দ্রুত তারা পালিয়ে যায়। এই ঘটনায় বাস চালক ফয়সাল আহত হলেও কোন যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি।


ঢাকাগামী একাধিক পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, জীবননগর থানার পুলিশ রাতে ডিওটিতে থাকলেও সংখ্যায় কম। যার ফলে কোন এক জায়গায় একটি ঘটনা ঘটলে তারা আসতে আসতে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে পালিয়ে যাবে। যার ফলে এরকম ঘটনা নিয়মিত ঘটতে দেখা যায়।


স্থানীয়রা জানান, এই সড়কে ডাকাতির নতুন কিছু নয়। একে তো নির্জন রাস্তা তারপরেও রাস্তার আশপাশে তেমন কোন বসতি না থাকায় ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে নির্বিঘ্নে মাঠ দিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি অতিদ্রুত ডাকাত চক্রকে আটক করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।


এ বিষয় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ভোর চারটা পর্যন্ত জীবননগর থানা পুলিশ মহাসড়কে ডিউটি করেছে। এরপর ফজরে আযান দিলে তারা চলে আসে। আর এই সুযোগটাই হয়তো ডাকাত দলের সদস্যরা গ্রহণ করেছে।


তিনি আরও বলেন, আমরা এই মহাসড়কে পুলিশি টহল জোরদার করেছি। তারপরও এমন ঘটনা আমাদের জন্য উদ্বেগ জনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com