বালুর সাথে কীটনাশক মিশিয়ে পেঁয়াজের বীজতলায় দিলো দুর্বৃত্তরা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৪
বালুর সাথে কীটনাশক মিশিয়ে পেঁয়াজের বীজতলায় দিলো দুর্বৃত্তরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কীটনাশক প্রয়োগ করে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে। এতে ওই দুই কৃষকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, উপজেলার লাড়িবাড়ী গ্রামের মো. নুর আলী মোল্লা ও একই এলাকার মো. জালাল খান।


ভুক্তভোগী কৃষক মো.নুর আলী মোল্লা বলেন,আমি ৩৮ হাজার ৫০০ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজের বীজ কিনে বপন করেছিলাম। ঠিকমতো চারা হলে ১২ থেকে ১৪ বিঘা জমিতে রোপণ করতে পারতাম। কে বা কারা রাতের অন্ধকারে আমার বীজতলায় কীটনাশক প্রয়োগ করেছে।এখন আর নতুন করে বীজ বপন করা সম্ভব না।আমি এবার আর পেঁয়াজ লাগাতে পারবো না।


ভুক্তভোগী আর এক কৃষক মো. জালাল খান বলেন, এবার ধারদেনা করে দুই কেজি বীজ এনে রোপণ করেছিলাম। সকালে গিয়ে দেখি বালির সঙ্গে বিষ মিশিয়ে বীজতলায় ছিটিয়ে দিয়েছে। সব চারা মরে যাচ্ছে। আমি এখন পথে বসে গেলাম।


উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে সকালে মাঠে গিয়ে দেখি বীজতলায় পচনশীল কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এসব চারা আর বাঁচানো যাবে না। দুই কৃষকেরই বড় ধরনের ক্ষতি হলো।


কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা আমার কাছে আসছিলো। তাদেরকে কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ দেওয়া হয়েছে।নতুন করে বীজ বপন করায় কৃষকদের পেঁয়াজ লাগাতে বিলম্ব হবে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com