গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৪:২৬
গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় আধাঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী।


সোমবার (১৭ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। পথচারী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।


অবরোধ ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে কয়েকজন কর্মী সড়কের পাশের গাছের গুঁড়ি টেনে এনে মহাসড়কের ওপর ফেলেন।


এরপর তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। প্রায় আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সটকে পড়েন।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে জানান, কিছু লোক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ পৌঁছানোর পর তারা পালিয়ে যায়।


পরে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com